ফেইসবুক প্রোফাইল বুলু ভেরিফিকেশন-Facebook blue badge verification-2021

 

ফেইসবুক বুলু ভেরিফিকেশন হচ্ছে আপনার ফেইসবুকে জনপ্রিয়তা বা নিরাপতার আরেক ধাপ। যারা ফেইসবুকে নতুন তারা চাইলে এ বিষয়ে যেনে নিতে পারেন। তাই সবার প্রথমে আমরা বুলু ভেরিফিবেশন কি সে সম্পর্কে জানবো।



বুলু ভেরিফিকেশন হলো ফেইসবুকের আরেকটি জনপ্রিয় অপশন  এতে আপনি আপনার পপুলারিটি সম্পর্কে জানতে পারবেন বা ফেইসবুককে জানাতে পারবেন। আসলে ভেরিফিকেশন হলো আপনার ফেইসবুক আইডির নামের পাসে একটি বুলু ব্যাজ লাগানো। যা এটা নির্দেশ্যনা করবে যে আপনি কতোটা পপুলার। কারণ বুলু ভেরিফিকেশন পাওয়া এতো সহজ না আর যদি পেয়ে যান তাহলে সবাইকে দেখিয়ে নিজেকে বন্ধু-বান্ধব আত্মীয় সজনকে তাক লাগিয়ে দিতে পারবেন।



যদিও বুলু ভেরিফিকেশন পাওয়া কঠিন তাও বলতে পারেন আগের থেকে সহজ হয়ে গেছে। এতে করে যারা বুলু ভেরিফিকেশন চায় তাদের কিছু যোগ্যতা থাকা আবশ্যক । তার মধ্যে একটি হচ্ছে আপনি যদি বিজনেস একাউন্ট করে থাকে বা কোন সেলিব্রেট্রি হয়ে থাকেন তাহলে এই ভেরিফিকেশন করতে পারবেন।


এই বুলু ভেরিফিকেশনের জন্য ফেইসবুকের কিছু শর্ত আছে তা আপনার পুরোন করতে হবে বা আপনার তেমন যোগ্যতা থাকতে হবে। তার মধ্যে থেকে চাঁরটি বেশি ইমপ্রোটেন্ট শর্ত থাকলেই হবে আর গুলো তেমন ইমপ্রোটেন্ট না।  



১) সবার প্রথমে যেটি প্রয়োজন সেটি হলো আপনার একাউন্ট রিয়েল হতে হবে। ফেইসবুক আইডি বা পেইস হয় তাহলে ট্রেড মার্ক থাকা লাগবে। অথার্থ আপনি যদি পেইজ থেকে ভেরিফিকেশন করতে চান তাহলে আপনার বিজনেস ট্রেড মার্ক বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে ভেরিফিকেশন করতে হবে।  



২) এবার যে শর্ত ফেইসবুক দিয়েছে তাহলো আপনার ফেইসবুক আইডির নাম পরিচয় পত্রের সাথে মেচিং করে রাখতে হবে। অথার্থ ইউনিক হতে হবে। আর তা না করে যদি আপনি সুন্দর ছন্দে নাম দিয়ে থাকেন তা চেন্জ করে ফেলতে হবে। কারণ ভেরিফিক্যাশনের জন্য ইউনিক নাম প্রয়োজন।




৩) তারপরে হচ্ছে আপনার আইডিতে র‌্যাগুলার পোষ্ট করতে হবে অথার্থ একটিভ থাকতে হবে। তা না হলেও আপনি চাইলে নতুন আইডি খুলে তার সাথে কয়েকটি পোষ্ট করে যেমন প্রোফাইল পিক দিয়েও আপনি চাইলে বুলু ভেরিফিকেশন করতে পারেন। আরেকটি বিষয় হলো আপনার আইডির এবাউট অপশনটি ১০০% ফিলাপ করতে হবে।



৪) আপনার শেষ শর্তটি হলো আপনার নামে অবশ্যই নিউজ বা উইকিপিডিয়াতে নাম থাকতে হবে। অথার্থ আপনাকে অবশ্যই সেলিব্রাটি হতে হবে। যারা বিভিন্ন সেলিব্রাটি, এক্ট্রর , তার মানে যারা জনপ্রিয় তাদের ইউকি পিডিয়াতে নাম থাকতে । আপনাকেও তেমন যোগ্যতা সমপূন্ন মানুষ হতে হবে।



এর পরে যে শর্ত গুলো আছে তা তেমন জড়ুরি না কারণ অনেকেই সেই শর্ত গুলো না মেনেও বুলু ভেরিফিকেশন পেয়েছেন। তার মধ্যে কয়োকটি আমি উল্লেখ করি যেমন আপনার আইডিতে যে ছবি গুলো আপলোড করা হবে তা অবশ্যই হাই কলেটি হতে হবে অথার্থ প্রফেশনাল ছবি আপলোড থাকতে হবে।



আর একটি হলো আপনার অবশ্যই ওয়েব পেজ বা ওয়েব সাইট থাকতে হবে এবং অবশ্যই তা এবাউট সেক্সনে এড থাকতে হবে। আপনার নিজস্র কোন ওয়েব সাইট থাকতে হবে।


তার পরে আপনি প্রশ্ন করতে পারেন আপনার কয়টি ফলোয়ার থাকতে হবে বা কয়টি লাইক থাকবে হবে? তবে আমি বলে রাখি আপনি চাইলে  জিরো ফলোয়ার বা লাইকেও বুলু ভেরিফিকেশন পেয়ে যাবেন। তবে যদি বলে একজন স্রেলিব্রাটি হিসেবে কিছুতো থাকা প্রয়োজন তাহলে আমি বলবো আপনার ৫০০-৫০০০ ফলোয়ার থাকলেই হবে।



আর কাগজ পত্রের কি করবেন। কিছু কাগজ পত্র যেমন পরিচয় পত্র বা ড্রাইবিং লাইসেন্স , বিদ্যুৎ বিল ইত্যাদি এমন কিছু  লাগবে যা আপনার অবশ্যই আছে।

 

 

 

 

    

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Post a Comment (0)
Previous Post Next Post