ফেইসবুক পেজ মনিটাইজেশন এন্ড ইনকাম-2021.

 


ফেইসবুক পেজ মনিটাইজেশন এন্ড আরনিং। কথাটির সাথে প্রায় সবাই পরিচিত আর হবেন নাইবা কেন পৃথিবীতে প্রায় ২.৮ বিলিয়ন ফেইসবুক ইউজার রয়েছে আর দিন দিন তা বেড়েই চলেছে। তবে যদিও এখানে আলথু-ফালতু সময় নষ্ট করার মতো অনেক মানুষ পাবেন কিন্তু আপনি চাইলে এই সময়টাকে কাজে লাগাতে পারেন।



 সবার তো জানা আছে বা অনেকে অলরেডি অনেক পদ্ধতিতে ফেইসবুক থেকে ইনকাম সম্পর্কে জানেন তবে ফেইসবুক নিজে যে অফিসিয়াল ভাবে ইনকাম করার জন্য আপনাদের একটা রাস্তা খুলে দিয়েছে তার সম্পর্কে অনেকেরই জানা নাই।



আজ আমরা সেই সম্পর্কে সম্পূন্ন ধারনা নিব। যাতে করে আর কোন জায়গা থেকে কিছু জানার প্রয়োজন না পরে তাই চেষ্টা করবো। ইউটিউব গুগলের মতো ফেইসবুকেরও নিজস্ব মনিটাইজেশন সিস্টেম আছে। যার দ্বারা আপনিও চাইলে ফেইসবুকওে থেকে ইনকাম করতে পারেন।



পেজ ক্রিয়েট করার আগে তার লিগালিটি সম্পর্কে আগে জেনেনি মানে কি করলে মনিটাইজেশন পাবেন বা কি রিকোয়ারএমন্ট না থাকলে মনিটাইজেশন পাবেন না তার সম্পর্কে।



১) Country. এক্ষেত্রে সুখবর হলো এখন বাংলাদেশ থেকেও পেজ মনিটাইজেসন পাওয়া যায়। তাই প্রথম শর্ত আমরা নিস্বনদেহে আমরা পার করেগেছি।



২) 10,000 Likes.  এক্ষেত্রে প্রথম কঠিস শর্ত আপনার প্যাজে অবশ্যই ১০,০০০ লাইক থাকতে হবে তা না হলে আপনার প্যাজটি মনিটাইজেসন পাবে না । তাই আগে পোষ্ট করে এই রিকোয়ার মেন্টটা পুরণ করুন।


আপনার প্যাজে ভিজিটর নিয়ে আসুন এর জন্য কিভাবে ভিজিটর আনবেন তার সম্পর্কে ইউটিউব, গুগলে অহর অহর পদ্ধতি আছে। সেগুলো সঠিক ভাবে ফলো করুন। তাতে করে লাইকের বন্যা বয়ে যাবে আপনার চ্যানেলে আমার মতে ১০,০০০ লাইক একটি ভালো প্যাজের জন্য কোন ব্যাপার না কিছু দিনের মধ্যেই তা করা সম্ভব ।




৩) 30,000+ views. আপনার প্যাজেটিতে যদি ৩০,০০০ কম ভিউস থাকে তাহলে মনিটাইজেসন পাবেন না । আর ভিউয়ার্সদের ভিডিও ডুরেশন হতে হবে কম পক্ষে এক মিনিট এবং আপনার আপলোডকৃত ভিডিও ডুরেশন হতে হবে নুন তম ৩ মিনিট। মানে আপনার ভিডিও গুলো যারা দেখবে তাদের দেখার পরিমান নুন তম ১ মিনিট এবং আপনি যে ভিডিও গুলো আপলোড করতে হবে দার ডুরেসন হতে হবে নুন তম ৩ মিনিট।


এক্ষেত্রে আপনি যেকোন ভিডিও আপলোড করতে পারেন যা আগে ফেইসবুকে আপলোড হয়নি। তবে মনে রাখবেন টিকটক বা লাইকির মতো ভিডিও আপলোড করতে যাবেন না কারণ তাতে থাকা ভিডিও ইউনিক হলেও তার মধে থাকা গান গুলো ইউনিক না বিধায় তার থেকে মনিটাইজেমন চাওয়া অসম্ভব।



এবার দেখবো কিভাবে ফেইসবুক প্যাজ ক্রিয়েট করা যায়?


১) প্রথমে প্যাজ লিস্টে চলে যাবেন তার পর  create page এ ক্লিক করবেন। এখানে দেখবেন দুই ধরনের প্যাজ তৈরি করা যায় এক Busniess and Brand এবং অপরটি হচ্ছে Public Figher . আপনি যদি নিজের বা সামাজিক ভাবে জোট বদ্ধ হওয়ার জন্য প্যাজ তৈরি করতে চান তাহলে পাবলিক ফিগার আর যদি বিজনেসের জন্য ক্রিয়েট করতে চান তাহলে বিজনেস এন্ড ব্যান্ড সিলেক্ট করতে পারেন।



২)সিলেক্ট করার পর নাম ও ক্যাটাগরি দিবেন । আপনি যে নামে খুলতে চান সেটা আর প্যাজটি কোন ক্যাটাগরির হবে তা দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিলেই হবে।



৩) তার পরে একটু ওয়েট করতে হতে পারে এর পর দেখবেন আপনার কাজ থেকে প্যাজটির জন্য প্রফাইল পিক চাচ্ছে।আপনার কাছে যদি প্রথমে কোন প্রফাইল পিকচার না থাকে তাহলে স্কিপে ক্লিক করে দিবেন। ব্যাস হয়ে গেল আপনার প্যাজটি খোলা।



এখন কিছু কাস্টমাইজ করে দেখি এতে প্যাজটি দেখতে প্রোফেশনাল লাগবে।


১) Create Page Username. এ ক্লিক করলে একটি বক্স ওপেন হবে । এখানে আপনি চাইলে আপনার আগের প্যাজ নামটি দিতে পারেন বা নতুন কোন নাম যোগ করতে পারেন। তবে মনে রাখবেন এখানে যে নমটি দিবেন সেই নামটি ধারা সবাই আপনার গুরুপটি চিনবে আর অবশ্ই নামটি ৫ ক্যারেক্টার হতে হবে । তার পর ক্রিয়েট ইউজার ন্যামে ক্লিক করবেন।



২) পাশেই দেখবেন Invitation box  আছে সেখান থেকে আপনি আপনার প্যাজের জন্য ইনভিটেশন দিতে পারবেন। মনে রাখবেন প্রথম প্রথম প্যাজটির জন্য অনেক কষ্ট করতে হবে । মনিটাইজেশন পেতে অনেক ইনভিটেশন পাঠাতে হতে পারে। তাই ভিউয়ার্স জমা করতে আপনাকে প্রথমে যে কষ্টটা করতে হবে তা বেশি সময়ের জন্য না । কারণ একবার মনিটাইজেসন পেলে বা কিছু ভিউয়াস হয়ে গেলে  এমনিতেই নতুন নতুন ভিউয়ার্স অ্যাড হতে থাকবে।

 

 

 

Post a Comment (0)
Previous Post Next Post