স্মার্টফোন চুরি বা হারিয়ে গেলে খুঁজে পেতে যা করবেন-2021

কথায় আছে চলে যাও মোবাইল আর ফিরে আসে না। এ দেশের মধ্যে এমন অনেকেই আছে যাদেরকে যদি আপনি বলেন আপনার মোবাইল চুরি হয়ে গেছে তাহলে সে বলবে ভুলে যেতে আবার নতুন একটি কিনতে। তাই এমন পরিবেশে আপনাকে চুরি যাওয়া মোবাইল ফিরে আনতে হলে বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করতে হতে পারে।

 


মনে রাখবেন চুরি যাওয়া মোবাইল ঘন্টা খানিকের মধ্যে যদি ফিরিয়ে আনতে না পারেন। তাহলে আর কোনভাবেই মোবাইলটিকে আনা আপনার পক্ষে সম্ভব হবে না। কারণ চোর খুব সহজেই রুট করার মাধ্যমে আপনার সব সেটিং সরিয়ে ফেলবে। তাই মোবাইল কেনার আগেও কিছু যাচাই করে নিতে পারেন যে মোবাইলের ব্যাটারি খোলা যায় না কি ঢালাই করা ব্যাটারি।

 


মোবাইল কেনার পর করণীয়

 

মোবাইল কিনার পর খুশিতে অনেকেই  সিকিউরিটির কথা ভুলে যায় । বিশেষ করে আমাদের মত মধ্যবিত্ত ফ্যামিলির জন্য। তার মোবাইল কেনার পর সবাইকে দেখায়। যেমন ইচ্ছা তেমন কাজ করে।  তারা এক অর্থে ভুলে যায় যে মোবাইল নতুন হয়েছে তো কি হয়েছে চোর তার আশেপাশে থাকতে পারে।

 

 

১. নতুন মোবাইল কেনার পর কমপক্ষে 24 ঘন্টা ইন্টারনেটের সাথে কানেক্টেড রাখুন কারণ ইন্টারনেটের সাথে কানেক্ট থাকলে মোবাইল থাকা বিভিন্ন রকম সফটওয়্যার ইন্টারনেটের প্রয়োজন পড়ে। তা নিজে থেকে সেটা হতে শুরু করবে এবং আপনার মোবাইলে একটি পার্সোনাল সিস্টেম তৈরি করবে এতে করে নতুন মোবাইলে জিমেইল একাউন্ট দিয়ে দিলে সব আপনা আপনি সেটাপ করতে শুরু করবে।

 

 

২. চুরি হওয়া জায়গায় মোবাইলের ইন্টারনেট কানেকশন অন রাখুন। আপনার যদি কোনো ধারণা থাকে যে কোথায় চোর বেশি থাকে বা কোথায় চুরি হওয়ার সম্ভাবনা আছে। সেখানে ইন্টার্নেট অপশন  চালু  রাখুন। এতে করে খুব সহজে মোবাইলটি খুঁজে বের করতে পারবেন বিভিন্ন রকম জিপিএস ব্যবহার করে।

 

 


৩. এমন লক ব্যবহার করুন যা আপনি ছাড়া কেউ খুলতে পারবে না। যেমন ফেস লক, ফিংগার প্রিন্ট আর এগুলো যদি না থাকে তাহলে প্যাটেন লক বা পিন লক ব্যবহার করবেন। এটা করে মোবাইলটা খুলতে বেশ কয়েক ঘন্টা সময় লাগবে আর এটাই আপনার জন্য সুবর্ণ সুযোগ।

 

 

৪. প্রথমে ইন্টারনেট কানেকশন দিয়ে জিমেইল ব্যবহার করে জিপিএস সেটিং করে নিন। আপনি কোথায় থাকেন এবং আপনার মোবাইলটি কোথায় বেশি থাকবে সেটা সেটআপ করে নিন। আপনার বাসা, আপনার এড্রেস সেট করে নিন। আপনার নাম্বার দিয়ে জিপিএস সেটআপ করে নিন। এতে করে যখন মোবাইল টি হারিয়ে যাবে তখনই জিপিএস ব্যবহার করে আপনার নাম্বার দ্বারা ট্র্যাক করে মোবাইলটি খুঁজে বের করতে পারবেন।

 

 

৫. Dropbox নামে সফটওয়্যার ইন্সটল করুন। এই সফটওয়ারটি এমন একটি সফটওয়্যার যার সাহায্যে চোর যখন আপনার মোবাইলে খোলার চেষ্টা করবে বা অ্যাক্সেস করার চেষ্টা করবেন তখন আপনার মোবাইলে থাকা ফ্রন্ট ক্যামেরা থেকে তার ছবি উঠে যাবে এবং ড্রপবক্সে থাকা জিপিএস সিস্টেম এর কারণে তাতে যদি আপনার ছবি থাকে বা যখন আপনি মোবাইলটি খুঁজে বের করবেন তখন আপনার নিজের আইডি দিয়ে দিতে পারবেন এবং জানিয়ে দিতে পারবেন এটা আপনার মোবাইল।

 

 

৬. Call recorder অ্যাপটি ইন্সটল করে dropbox এর সাথে কানেক্ট করে দিন।  তারপরও যদি আপনার মোবাইলটি চুরি হয়ে যায় অন্য যেকোনো কম্পিউটারে গিয়ে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ড্রপবক্স গিয়ে লগ ইন করলেই যদি চোর আপনার মোবাইলে সিম ঢুকিয়ে কথা বলে বা কোনরকম কারো সাথে কানেক্টেড হয় তাহলে তার নাম্বার, তার মোবাইলের অবস্থান, কল রেকর্ডিং সফটওয়্যার সফটওয়্যারটি থেকে শুনতে পাবেন এবং বুঝতে পারবেন এটি কোথায় আছে এবং আপনার মোবাইলটি আপনি কোথা থেকে পাবেন।

 

 


৭. মোবাইলটি কেনার সময় যে দোকান থেকে কিনেছি সে দোকানের রিসিভ, ক্যাশ মেমো, ওয়ারান্টি কার্ড, IMEI NUMBER মোবাইল বক্স সব যত্ন সহকারে রাখুন।  কারণ এগুলি আপনার একমাত্র প্রমাণ যে মোবাইলটি আপনার।


 

মোবাইল চুরি হয়ে গেলে যা করবেনঃ-

 

৮. চুরি যাওয়ার পরে কোন কম্পিউটার দোকানে গিয়ে বা স্মার্টফোন ব্যবহার করে আপনার জিমেইল লগইন করার মাধ্যমে বিভিন্ন রকম সাইটে যেমন ড্রপবক্স, ফাইন্ড মাই ডিভাইস ইত্যাদিতে লগইন করুন। আর দেখুন বর্তমানে আপনার মোবাইলটি কোথায় আছে।  আর আপনি চাইলে মোবাইল সকল ডাটা মুছে ফেলতে পারেন  বা মোবাইলটি লক করে দিতে পারেন এতে করে আপনি বেশ কিছু সময় পেয়ে যাবেন মোবাইলটি খুঁজে বের করতে।

 

 

৯. নিকটস্থ কোন পুলিশ ফাঁড়িতে গিয়ে জিডি করতে পারেন। এবং আপনার মোবাইলের সম্পর্কে সকল তথ্য তাদেরকে দিবেন আপনার জিমেইল আইডি দিবেন আপনার নাম্বার দিবেন এবং তাদেরকে বলবেন ট্রেস করতে। এবং বলবেন কত সময় আগে তা হারানো গিয়েছে বা আপনি খুঁজে পাচ্ছেন না, কোন জায়গায় এবং কিভাবে হারানো গেছে। এতে করে তাদের একটি সম্পূর্ণ ধারণা হবে। চোরটি যদি বেশি বুদ্ধিমান না হয় তাহলে তো আপনি একদিনের মধ্যে মোবাইলটি খুঁজে পেতে পারেন।

 

 

১০. এখন যে পদ্ধতিটি বলব এটা সবার জন্য নয়। যদি মনে সাহস থাকে এবং আত্মবিশ্বাস থাকে তাহলে কোন বাড়াবাড়ি না করে সহজ-সরলভাবে আপনার মোবাইলটি যেখানে চুরি হয়েছে তার আশেপাশে যদি কোন চোরা মার্কেট থাকে সেখানে আস্তে আস্তে গিয়ে নজর রাখতে পারেন। কারন বেশির ভাগ চোরের কাছে কোন হাইটেক ডিভাইস থাকে না। তারা সরাসরি গিয়ে চোর বাজারে বিক্রি করে দেয়। তাই আপনি গিয়ে পর্যালোচনা করতে পারেন আরও দেখতে পারেন কে কে মোবাইল বিক্রি করছে আর কে কে ক্রয় করছে।  তবে আবার বলি সাবধান থাকবেন সেখানে আপনার আপন কেউ নেই সবাই আপনার বিপরীতে কথা বলবে।

 


Post a Comment (0)
Previous Post Next Post