About Us

 

ব্যক্তিগত মন্তব্যঃ- ( About Us )

 

আমার নাম মো:রায়হান এবং আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বসবাস করি। পড়া-লেখার পাশা-পাশি ফ্রিল্যানসিংয়ের ইচ্ছা থাকায় এই ব্লগ তৈরি করা। এই ব্লগে যে সকল ইনফরমেশন দেওয়া হবে তা আমার নিজে রির্সাচ করা এবং সঠিক তথ্য বিবেচনায় প্রকাশ করা হবে। তাছাড়া সকল তথ্যই হবে ইউনিক এবং তার ব্যবহারে আপনাদের কোন সমস্যার সম্মুখিন হতে হবে না। তার পরও কোন কিছু বুঝতে না পারলে আমাকে অবশ্যই জানাবেন। আমি ২৪ ঘন্টার মধ্যে তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনসাল্লা। এই ব্লগে বিভিন্ন ক্যাটাগরির পোষ্ট থাকতে পারে। যদি আপনাদের তথ্য গুলো দিয়ে উপকার করতে পারি তাহলে আমার ছাত্র জীবন ধন্য হবে। তাই যদি পারেন এবং আমার পোষ্ট পরে যদি উপকৃত হন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।

 

 

অভিজ্ঞ ব্লগারদের জন্যঃ-

 

 এদেশের বিভিন্ন ব্লগারদের মতো আমিও নিজেকে ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। তাই যদি কোন অভিঙ্গ ব্লগার আমার ব্লগ পড়ে থাকেন তাহলে আমার ব্লগের ভালো মন্দ জানাতে ও এডভাইস দিতে ভুলবেন না। ব্লগ যেহেতু বিরাট বড় একটি প্লাটফর্ম। তাই একে অপরের সাহায্যের দরকার আছে বিধায়। চলুন আমরা সকলে একত্রে হাত বাড়াই এবং বাংলাদেশে ইনটারনেটের একটি শক্তিশালী প্লাটফর্ম গড়ে তুলি। আপনার ছোট একটি পদক্ষেপ আমাকে অনেক দুরে এগিয়ে যেতে সাহায্য করবে আর পরবর্তীতে আমার মতো অন্য কাউকে সাহায্যের হাত বাড়াতে উৎসাহ যোগাবে। তাছাড়া নিজেদের মধ্যে কমিউনিকেশন করার ব্যবপারটাও তো রয়েছে।

 

 

ইনকামঃ-

 

ব্লগের আসল উদ্দেশ্য যদিও ইনকাম। কিন্তু আমি আমার শিক্ষাকে বেশি পাদ্ধান্ন দি। এমন না যে আমি ইনকাম করতে চাই না ! আসলে ব্লগে ইনকাম থেকেও বড় জিনিসটা হলো শিক্ষা যেটা আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি। কারণ আমি যা দেখেছি ব্লগে যে পরিমাণ রিসার্চ করতে হয় তা অন্য কোন ক্ষেত্রে এমনটা করতে হয় নাকি তা জানি না। তবে যদি কেউ বেশি বেশি করে ব্লগের জন্য রিসার্চ করে তার ব্লগকে দাড় করাতে চায় তাহলে  তার ব্লগ ক্যারিয়ার শক্তিশালী হওয়ার পাশা-পাশি তিনি পুরো ইন্টার জগতের যা সাধারণ মানুষের চোখে পড়ে তার প্রায় ৭৫% বেশি ইনফরমেশন সে অর্জন করতে পারবে আর প্রায় প্রতিটি ইন্টারনেট সাইট সম্পর্কে তার ধারণা থাকবে।

 

 

যারা ক্যারিয়ার গড়তে চায়ঃ-

 

আমাদের  Blog  চ্যানেলের  Main  উদ্ধেশ্য  সকল বিষয়ের   আসল  তথ্য  তুলে  ধরা। যাতে  করে আপনারা   উপকৃত  হন। আমরা  তো  অনেকেই  ইতি  মধ্যে অনলাইন  ইনকামের  সাথে  পরিচিত।  যদি সঠিক  তথ্য ব্যবহার  করি  তাহলে   বিভিন্ন  সাইটে  ভিডিও  বানানোর  মাধ্যমেও  ইনকাম  করা  সম্ভব।  যেমনঃ-

1. Youtube

2. Facebook

3. Blog

এছাড়া  অনলাইন  ইনকামের বিভিন্ন  পথ  তুলে  ধরবো।  যার মধ্যে  ব্লগ    Fiverr.com  রয়েছে।

যেকোন  সমস্যায়  যোগাযোগ  করুন

Post a Comment (0)