মোবাইল ফোন গরম হয় কেন ?-2021

 

মোবাইল ফোন গরম হওয়ার পেছনে বিভিন্ন রকম কারণ থাকতে পারে। বলতে গেলে ইলেকট্রনিক প্রতিটি ডিভাইসই গরম হয়। সেটা আপনার কম্পিউটার, গাড়ি, ল্যাপটপ সবকিছুর ক্ষেত্রেই আমরা ফ্যান ব্যবহার করি। কিন্তু মোবাইলের পিছনে কোন ফ্যান ব্যবহার করতে পারব না।

 

আর যদি মোবাইল অতিরিক্ত গরম হয়ে যায়। সে ক্ষেত্রে মোবাইল ডিভাইসের জন্যে একটি ক্ষতিকারক দিক। খুব সহজেই মোবাইলের বড় ধরনের ক্ষতি হতে পারে। এর হাত থেকে বাঁচার কয়েকটি উপায় আছে তাতে করে আপনার মোবাইল গরম হওয়া রোধ হবে। বিশ্বাস না হলে আপনি একবার এই পদ্ধতি গুলো ব্যবহার করে দেখতে পারেন। 


 

প্রসেসিং

 

মোবাইলের গরম হওয়ার পেছনে সবথেকে বড় যার হাত থাকে সেটা হল প্রসেসর। আপনি যত বেশি মোবাইল ব্যবহার করবেন ততবেশি প্রসেসর তার কাজ করবে। যদি প্রসেসর সম্পর্কে না জানেন তাহলে বলি প্রসেসর কতগুলো ইলেকট্রনিক্স ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। আর এই কণাগুলো একটির সাথে আরেকটি ছোটাছুটি সময় ঘষা লাগার কারণে তাপ উৎপন্ন হয়। আর আপনি যখন আপনার ডিভাইসে কোন কাজ করেন তখনই ইলেকট্রন ছোটাছুটি করতে থাকে।

 


অর্থাৎ যত বেশি কাজ করবেন, যত ব্যবহার করবেন তত বেশি ইলেকট্রনের দৌড়ঝাপের কারণে তাপ উৎপাদন হবে। যেমন ধরেন অতিরিক্ত সফটওয়্যার যদি ব্যবহার করেন তাহলে অতিরিক্ত প্রসেসরের ব্যবহারের প্রয়োজন পড়ে। এছাড়া আপনি যদি গেমস খেলেন এবং তার সাথে কোন কিছু ইন্টারনেট থেকে ডাউনলোড করেন। তাহলে একসাথে অনেক কাজ করার জন্য প্রসেসরকেও অতিরিক্ত কাজ করতে হবে। এতে করেও ডিভাইসটি গরম হয়ে যেতে পারে। আপনি নিজেও একবার ট্রাই করে দেখতে পারেন। এক্ষেত্রে যে কোন ডিভাইসে গরম হবে। তাই যদি আপনি একসময় একটি কাজ করেন যেমন শুধু গেমস খেলেন, মিউজিক শোনেন তাহলে সেক্ষেত্রে আপনার ডিভাইসটি খুব কম গরম হবে।

 


ব্যাটারি

 

আপনিতো হয়তোবা লক্ষ্য করবেন বর্তমান যুগে ফোনগুলো দিনদিন অনেক চিকন হয়ে যাচ্ছে। এতে করে ফোনের মধ্যে যে খালি জায়গা গুলো ছিল তা আর নেই। যখন আপনি মোবাইল ব্যবটারির সাথে যুক্ত করেন তখন আপনার ব্যাটারি ঠিক কোন না কোন কারনে গরম হতে থাকে। আর গরম হওয়ার কারণে ব্যাটারি তাপ গুলো মোবাইলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।



এতে করে আপনি বলতে পারেন ব্যাটারির কারণে আপনার মোবাইল গরম হয়ে থাকে। তবে ব্যাটারির চার্জ দেওয়ার কিছু নিয়ম রয়েছে। যা আমি আমার ব্লগে উল্লেখ করেছি। তবে আমি আরো কিছু নির্দেশনা এখন দিচ্ছি তা হল ব্যাটারীতে চার্জ দেওয়ার আগে এবং পরে কিছু সময় মোবাইলটি ব্যবহার ছাড়া রাখবেন অর্থাৎ কোন ব্যবহার করবেন না। তারপর কিছু সময় পর যখন দেখবেন মোবাইল ঠান্ডা হয়ে গেছে বা কিছু নির্দিষ্ট সময় পর ব্যবহার করবেন এতে করে হঠাৎ ব্যাটারি উপর প্রভাব পড়া থেকে রোদ হবে।

 


তাপমাত্রার প্রভাব

 

মোবাইল ডিভাইস শুধু ভেতর থেকে গরম নয় বরং বাইরে থেকেও গরম হয়ে থাকে। অর্থাৎ মোবাইল গরম হওয়ার পেছনে আপনার পরিবেশও দায়ী। তাই আপনি যদি কোনো গরম জিনিসের উপর আপনার ডিভাইসটি রাখেন। তাহলে সেক্ষেত্রে অনেক বেশি গরম হবে বা গরমের দিন অর্থাৎ গ্রীষ্মকালের গরমেও আপনার ডিভাইস এর উপরে চাপ পড়ে। অর্থাৎ আপনি দেখে থাকবেন সেই সময়ে আবহাওয়া তাপমাত্রা থাকে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস।

 


তাই যখন আপনার ডিভাইসটিকে নিজের সাথে ক্যারি করেন। তখন কমপক্ষে হলেও 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস মোবাইলে পরে বিধায় মোবাইল গরম হয়ে যেতে পারে। যদি আপনি বারবার এভাবে মোবাইলটি গরম করতে থাকেন। তাহলে একসময় মোবাইলের বিভিন্ন পার্স ক্ষতি হওয়ার কারণে আপনি ব্যবহারের ক্ষেত্রে নিজে থেকে এবার মোবাইল গরম হতে থাকবে। তাই পরিবেশের কথা মাথায় রেখে মোবাইলকে একটু সুরক্ষা প্রদান করুন। কারণ বিপদের সময়ে মোবাইলে আপনার সবচেয়ে বড় সাহায্যকারী হতে পারে।

 


নেটওয়ার্ক সিগন্যাল

 

আপনারা যদি নেটওয়ার্কের বাইরে থাকে অর্থাৎ কোন গ্রাম অঞ্চলের থাকে। তখন দেখবেন নেটওয়ার্ক ব্যবহারের জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে। অর্থাৎ মোবাইলে নেটের কারণে মোবাইলকে অনেক কষ্ট পোহাতে হয়। নেটওয়ার্কে সংযুক্ত করার ক্ষেত্রে প্রসেসর অনেক ব্যবহার করে সিঙ্গেল ধরতে পারে।

 


আর এর কারণে মোবাইল গরম হয়ে থাকে। গ্রামে বা বিভিন্ন পাহাড়ি এলাকায় গিয়ে কোনো না কোনো দিন আপনি হয়তো বা এটি লক্ষ্য করে থাকবেন। তবে ক্ষেত্রে কোন ভালো সিম কার্ড ব্যবহার করতে পারেন। তাতে করে মোবাইলের উপর খুব কম চাপ পড়বে এবং সহজেই তার প্রসেসিংয়ের কাজ করতে পারবে।




অতিরিক্ত সফটওয়্যার ব্যবহার করা

 

আপনার মোবাইল যদি অতিরিক্ত সফটওয়্যার থাকে সেই ক্ষেত্রে আপনার মোবাইল এমনিতেই গরম হয়ে থাকবে। কোন সফটওয়্যার ব্যবহার করলে মোবাইলকে বেশি কষ্ট করতে হবে এবং তার ফলে মোবাইলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। যে সফটওয়্যার গুলোর প্রয়োজন নেই সেই সফটওয়্যার গুলো বাতিল করার মাধ্যমে অথবা ভারী ভারী সফটওয়্যার গুলো ব্যবহার করা থেকে বিরত থেকেও আপনি মোবাইল গরম হওয়া প্রতিহত করতে পারেন।

 

তবে এখানে ব্যবহার করা থেকে বিরত বলতে সরাসরি মোবাইল থেকে আনইন্সটল করে দাও কে বোঝাচ্ছে। যদি আপনার মোবাইল এমনিতেও সফটওয়্যার গুলো থেকে থাকে তাও আপনার মোবাইল ব্যাকগ্রাউন্ডে সেই সকল অ্যাপসগুলো প্রসেস হতে থাকে। এর ফলে দৈনিক মোবাইল গরম হয়ে যাবে এটাই স্বাভাবিক। তাই পারলে ভারি সফটওয়্যার গুলো থেকে শুরু করে ফটোশপ সফটওয়্যার আপনি আনইন্সটল করে দিতে পারেন।



অনেকের মনে প্রশ্ন আসতে পারে 2,4,5 এমবির সফটওয়ার আর কি ক্ষতি করবে। আপনার সফটওয়্যার গুলো যত কম ক্ষমতা সম্পন্ন হোক না কেন তা যেহেতু মোবাইলে আছে। তাই এর কোন না কোন কাজ প্রসেসিংয়ে চলতে থাকে। আর এতে করেই মোবাইল গরম হয়ে থাকে। তাই সাইজ হিসেব না করে যেকোনো সফটওয়্যার আপনার প্রয়োজন না হলে আনইন্সটল করে দিতে পারেন।

 

 

Post a Comment (0)
Previous Post Next Post