৫ মিনিটে একটি প্রসেসে নষ্ট মেমোরি কার্ড ঠিক করার সেরা উপায়-2021



এখানে আমি বলে রাখি SD card বা মেমরি নষ্ট বলতে সেই সকল SD ‍কার্ডকে বুঝায় যা আপনার PC তে ডিটেক্ট না করে। মানে PC তে যদি পায় কিন্তু Open না করতে পারেন। ক্ষেত্রে কমন সমস্যা গুলো হলোঃ-

 

 

. Open করতে গেলে open হয়না error দেখায়।

 

. Your card is crafted.

 

. Your disk is crafted.

 

. Right protected দেখায়।

 

তার পরে দেখা যায় আপনার মেমরি কার্ড 16GB  কিন্তু দেখায় 100 বা 200MB. অর্থাথ space storage কমে যায়।

এক্ষেত্রে এই trick টা follow করলে আপনার মেমরি বা পেনড্রাইভ totally recover করতে পারবেন। এখন আপনাদের কাছে আমি একটি 16GB নষ্ট memory totall recovery ছবির মাধ্যমে ধাপে ধাপে তা তুলে ধরবো।

 

 

প্রয়োজনীয় জিনিস পত্রঃ-

 

. একটি কম্পউটার ডাটা কানেকশনসহ।

. একটি নষ্ট মেমরি কার্ড।

 

 

 ধাপঃ-ÿ+R press করবেন। press করে লিখবেন cmd অর্থাথ (command) from টা open হবে।

 

 

ধাপঃ-= ছবি অনুযায়ী লিখবেন diskpart কোনো স্পেস ছাড়া। তার পরে Enter click  করবেন।

 

 

ধাপঃ-= Enter click করার পরে দেখবেন নতুন একটি command diskpart open হবে। তারপরে diskpart> এর পরে List disk লিখে Enter চাপবেন। তারপরে দেখবেন আপনার কম্পউটারে যতগুলো disk আছে তা show করবে। সেখান থেকে নাম্বার অনুযায়ী আপনার নষ্ট disk বা memory বাছাই করবেন।

 

সর্তকঃ- যদি ভুল disk বাছা্ করেন তাহলে সেই disk এর সব ডাটা ডিলিট হয়ে যাবে।

 


 

ধাপঃ-= এরপর diskpart> লিখবেন seleck disk আপনার নষ্ট disk এর নাম্বার অনুযায়ী আমার memory টা 2 নাম্বারে আছে। তাই 2 লিখে Enter click করবেন আর দেখবেন আপনার নষ্ট disk টি select হয়ে আছে।

 

 

ধাপঃ-=diskpart> এর clean লিখে Enter দিলে দেখবেন লিখা আসবে আপনার  disk টা succeded in cleaning the disk লেখা আসবে। তার মানে আপনার disk টি সম্পূর্ন্নরুপে clean হয়ে গেছে।

 

 

ধাপঃ-= কিন্তু এখনও কাজ শেষ হয়নি। আপনি যদি এখন my computer গিয়ে দেখেন তাহলে দেখবেন সেখানে কিছু নেই।

 

 

ধাপঃ-= পুরোপুরি disk টি চালু করতে আপনার computer এর windows 8 অথবা 10 হয় তাহলে short বাটনে গিয়ে মাউসের Right বাটনে click করবেন আর disk managment টা Open করবেন।

 

 

ধাপঃ-= disk managment দেখবেন আপনার computer এর সব disk show করছে। আপনার disk টা দেখবেন unallocated দেখাচ্ছে। Unallocated  মাউস রেখে Right বাটনে গিয়ে New simple volume click করবেন। আর তিনটি Next click করবেন পরপর তারপরে Finish কাজ শেষ।

 

 

এখন যদি আপনি আপনার SD, Pendrive বা disk টি দেখেন তাহলে দেখবেন সেটা repare হয়ে গেছে। একদম simple মাত্র মিনিটে আপনার মেমরি বা pendrive টি ঠিক করতে পারবেন। এখন এটা আপনি mobile, tablet, laptop যে ডিভাইসেই use করেন না কেন তা নতুনের মতো কাজ করবে।

 

 

Post a Comment (0)
Previous Post Next Post