কিভাবে মোবাইলে কিবোর্ড, মাউস ব্যবহার করবেন?

 মোবাইলের ভিতর কিবোর্ডমাউস ব্যবহার করা। এটা অনেকেরই পছন্দ নাও হতে পারে তবে আমি এর কিছু গুরুত্ব  তুলে ধরব।


 

প্রথমে আসি কিবোর্ড ব্যবহার নিয়ে।

 

যা কিবোর্ডের ব্যাপারে গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে জানেন না তাদেরকে বলে দিআপনি যদি কোন ম্যাসেজিং করেন বা কোন ব্লগ লিখেন যা বেশিরভাগই মোবাইল দিয়ে করে থাকে তাদের জন্য কীবোর্ড মোবাইলের মধ্যে ব্যবহার করার থেকে ভালো জিনিস আর হতে পারে না। 

 


মোবাইলের স্ক্রিন ছোট হওয়ার কারণে সহজে টাইপিং করা যায়না। কিবোর্ড ব্যবহারের ফলে আপনি যে কোন মেসেজ যে কোন লেখালেখি খুব দ্রুততার সাথে করতে পারবেন। কিবর্ডে আমাদের অনেকগুলো অপশন থাকে তাই আমরা অনেক কাজ খুব সহজে করে নিতে পারি। এর জন্য যদি আমরা কিবোর্ড মোবাইলে ব্যবহার করতে পারি তাহলে সেটা আমাদের অনেক উপকার হয়। খুব সহজেই আমরা আমাদের প্রতিদিনকার কাজ গুলো কি বোর্ডের মধ্যে করে করতে পারি।



তাছাড়া বন্ধুদের কে দেখিয়ে আপনি তাদেরকে তাক লাগিয়ে দিতে পারেন এর জন্য যে জিনিসের প্রয়োজন হবে তা আমরা উল্লেখ করে দিব এবং চিত্রের সাহায্যে তুলে ধরব। আপনারা সেগুলো খুব কম পয়সায় কিনে নিয়ে আপনাদের মোবাইল ডিভাইসে ব্যবহার করতে পারবেন।

 



যা যা প্রয়োজন হবেঃ-

 

 

. একটা মোবাইল

 

. একটা কিবোর্ড 

 

. একটা OTG Cable.

 

 

প্রথমে ওটিজি ক্যাবল কিবোর্ডে লাগাবেন এবং তার দ্বিতীয় অংশটি মোবাইলে সংযুক্ত করবেন। তবে এখানে সেটিং অপশনে গিয়ে ডেভেলপার অপশন অন করে USB debugging নামের একটা অপশন আছে সেটা অন করে নিবেন।  এখন আপনি দারুণভাবে কম্পিউটারের  কিবোর্ড মোবাইলে ব্যবহার করতে পারেন। তাছাড়া মাউছও যেহেতু  মোবাইলে ব্যবহার করতে পারবেন তাই  পুরো মোবাইলটাই আপনি চাইলে কম্পিউটারের মতো ব্যবহার করতে পারবেন।

 

 

এবার আসুন মাউস ব্যবহার নিয়ে।

 

 আপনি যখন মোবাইল ব্যবহার করেন তখনি আপনার মোবাইলের স্ক্রিনে আপনার হাতের চাপ পরে কিবোর্ড ব্যবহারের ফলে আপনার মোবাইলের স্ক্রিনের কোন চাপ পড়বেনা এবং হাতের উপরও কোন চাপ সরাসরি স্ক্রিনে না পরার কারণে তার একটি ভালো দিক রয়েছে। তাছাড়া যেহেতু সরাসরি মোবাইলে তাকাতে হবে না তাই আপনি চাইলেই মোবাইল দূরে রেখে আপনার চোখের সমস্যা হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারেন।




মোবাইলে মাউছ ব্যবহারের ক্ষেত্রে যা লাগবে তা নিচে উল্লেখ করলাম কিবোর্ডের তো  সুবিধা বলেছি তার কয়েকটি আপনার কাজে আসতে পারে কিন্তু আরেকটি জিনিস আপনার কাজে আসবে তা হলো আপনি চাইলে একই মাউছ দিয়ে কিবোর্ড মাউছ দুটোই চালাতে পারবেন। শুধু এর জন্য মাল্টিপাল নিবেন যাতে দুটো ক্যাবলই যোগ করা যায় আপনি তা যে কোন ইলেক্টট্রনিক বাজারে বা দোকানে বললেই তারা আপনাকে তা দিয়ে দিবে তা ছাড়া আপনি এক এক করে কিবোর্ড , মাউছ দুটোই ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। 

 

 

যা যা প্রয়োজন অনুযায়ীঃ-

 

 

 

. একটি  Mouse.

 

. একটি OTG Cable.

 

. আর একটি মোবাইল

 

তারপর উপরের একবার সঠিক ভাবে সেটআপ করে নিবেন। আর ক্যাবলের ছবি আমি উল্লেখ করে দিলাম।


Post a Comment (0)
Previous Post Next Post