ফেসবুক মার্কেটপ্লেস ফ্রি ফেসবুক বুস্টিং করুন-Online marketplace-2021.

 

ফেইসবুক মার্কেটপ্লেস হলো একটি আয়ের পথ। যারা বিজনেস করে বা করতে চায় তাদের জন্য এটি একটি আর্শিবাদ। আগে ফেইসবুক থেকে ইনকাম করতে হলে আপনার আগে পেইজ ক্রিয়েট করতে হতো। আর তার জন্য টাকার দরকার পরতো , পেজ বুস্ট করতে এবং ফলোয়ার্স আনতে। তাই  মনে করেন ফেইসবুক ফ্রিরিতে প্রডাক্ট সেল করতে এই নতুন মার্কেট প্লেসের ব্যবস্থা করেছে।



আজ আমরা দেখাবো কিভাবে প্রডাক্টটের বিবরণ দিয়ে আপনি তা ফেইসবুক মার্কেটপ্লেসে সেল করতে পারেন একদম ফ্রিরিতে।

1)      Title. এখানে যে আপনি আপনার পন্যে নাম লিখবেন তা তো আর বলতে হবে না নিশ্চেই। তবে মনে রাখবেন পন্যে নাম হুবহু লিখতে হবে পুরোটা। ঠিক যেমনটা প্যাকেটে লেখা থাকে।



2)      Price . তার পর আছে পন্যের মূল। এখানে পন্যের দাম বা মূল্য লিবেন যে আপনি কত টাকায় পন্যটি বিক্রি করতে চাচ্ছেন। মূল্য অবশ্যই এক অক্ষরে লিখবেন কারন আপনি যদি দরদাম করতে চান তাহলে নিচে এমন অপশন আছে অফার দেওয়ার সেটা অন করে দিলেই হবে। তখন আপনি চাইলেই দর দাম করে পন্যটি বিক্রি করতে পারেন। 



3)      Company. কোম্পানি বলতে বিক্রি করতে হলে যে আপনাকে একটি কোম্পানি হতে হবে এমনটা না। আসলে এখানে পন্যের কোম্পানির কথা বলতেছে। পন্য কোন কোম্পানির তা উল্লেখ করবেন। মনে রাখবেন মডেল এখানে লিখবেন না কারণ নামে পন্যর মডেল উল্লেখ করে দিবেন।



4)      Condition. এটাই মেইন অপশন বলে আমি মনে করি কারণ। যদি আপনি আপনার পন্য পুরাতন বা ব্যবহার করে বিক্রি করতে চান তাহলে এখানে পুরাতন অফশন সিলেক্ট করবেন। আর যদি নতুন বিক্রি করতে চান তাহলে নতুন বলে অফশন সিলেক্ট করবেন। তার মানে এখানে বিক্রয় ডট কমের মতো পুরাতন পন্যও বিক্রি করা যায়।



5)      Brand. এটাও ঠিক কোম্পানির নামের মতো তবে কোম্পানির নাম একটি হলেও ব্রান্ড হয় বিভিন্ন রকমের। তাই এখানে পন্যটি কোন ব্রান্ডের তা উল্লেখ করবেন। 




6)      Location. এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে। পন্যটি আপনি কোন জায়গা থেকে সেল করতেছেন । তার মানে গ্রাহক কোন জায়গা থেকে পন্যটি সংগ্রহ করে নিয়ে যাবে সেই স্থানের নাম লিখবেন বা ম্যাপে লোকেশন প্রদান করবেন।



7)      Description. এখানে আপনি আপনার পণ্যের বিবরণী লিখবেন। এতে করে আপনার পন্য সম্পর্কে যারা জানতে চায় বা যারা ক্রয় করতে চায় তারা সেই সম্পর্কে জানতে পারবে। তাই আপনি বিবরণীটা আপনার নিজের মতো করে লিখবেন। তবে শুধু শুধু বড় করে আবল-তাবল লিখতে যাবেন না কারন এতে ক্রেতারা বিরক্ত হতে পারে।



8)      Tags. এটাকে কোম্পানির শর্ট ফরমও বলা যায়। যেমনঃ- অ্যাপেল কোম্পানি হলে Apple ট্যাগ বা অ্যান্ড্রয়েড হলে Andriod বা Mi হলে Mi ট্যাগ ব্যবহার করবেন। তাতে করে যখন কেউ সার্চ করে তখন যাতে আপনার পন্যটা ট্যাগ অনুযায়ী খুজে নিতে পারে ।



9)      Availability (list as single item নামে একটি অপশন থাকবে এখানে আপনি চাইলে একটি পন্য সেল করতে পারবেন বা list as in stock অপশনটা সিলেক্ট করে দিলে আপনি একই পন্য যদি একধিক পরিমাণে থাকে তাহলে  সেটা সিল করতে পারেন। তার মানে একই রকম একটি পন্য হলে List as single item  আর একই পন্য আপনার কাছে একাধিক থাকলে যেমনঃ- iphone 6  আপনার কাছে তিনটি থাকলে সেই তিনটিই যদি সেল করতে চান তাহলে আপনি List as in stock সিলেক্ট করবেন।)



10)  Offer shipping . আমি দাম লেখার সময় বলে ছিলাম যে এক কথায় দামটি লিখতে । আর যদি কোন অফার বা দরদাম করতে চান তাহলে এই অফার শিপিং বাটনটি অন করে দিবেন।



11)  Hide from Friends . এই অপশনটা একটু মজার বিষয়। ধরে আপনি আপনার প্রিয় কোন জিনিস সেল করতে চান যেটা সেল করতে দেখলে আপনার বন্ধুরা আপনার সাথে মজা করবে থখন কি করবেন। এই ক্ষেত্রে আপনি যদি এই অপশনটা অন করে দেন তাহলে আপনার ফেইসবুক অ্যাকাউন্টে যারা ফ্রেন্ড লিস্টে আছে তারা এই সেল আইটেমটি দেখতে পারবে না।



 শেষ পণ্যের বিবরনী , এবার আপনি  Next ক্লিক করবেন তাতে করে আপনি দেখতে পাবেন কত গুলো গুরুপ আছে চাইলে সেটাতে জয়েন দিতে পারেন আর আপনার পন্যটি তাদের মাঝে ছড়িয়ে দিতে পারেন । আর তার দরকার না পরলে  Publish এ ক্লিক করে আপনার পন্যটি সেল করতে ফেইসবুক মার্কেটপ্লেসে ছেড়ে দিতে পারেন।

 

Post a Comment (0)
Previous Post Next Post